রাস্ট্রপতি, উপরাস্ট্রপতি, প্রধানমন্ত্রী

Show Important Question


1) ভারত সরকারের সাংবিধানিক প্রধান কে?
A) রাষ্ট্রপতি
B) প্রধানমন্ত্রী
C) ভারতের প্রধান বিচারপতি
D) অ্যাটর্নি জেনারেল

2) Minimum age required to contest for Presidentship in India / ভারতের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হতে গেলে ভারতীয় নাগরিকদের নুন্যতম বয়স কত হওয়া উচিত?
A) 30/ ৩০
B) 35/ ৩৫
C) 40/ ৪০
D) 50/ ৫০

3) ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি কে ছিলেন ?
A) ডঃ জাকির হোসেন
B) ভি ভি গিরি
C) এন সঞ্জীব রেডি
D) ডঃ এস রাধাকৃষ্ণন

4) রাষ্ট্রপতি-প্রধান সরকারে যা থাকে:
A) দায়িত্বে থাকার নির্দিষ্ট সময়
B) প্রশাসন ও পরিষদীয় ব্যবস্থা কেউই কারোর উপর হস্তক্ষ
C) জনপ্রিয় ভোটের মাধ্যমে রাষ্ট্রপতির নির্বাচন
D) উপরোক্ত সবকটিই

5) ভারতীয় গণপরিষদ ডঃ রাজেন্দ্র প্রসাদকে ভারতের প্রথম রাষ্ট্রপতি হিসাবে কবে নির্বাচিত করেছিল?
A) জানুয়ারি ২৪, ১৯৫০
B) জানুয়ারি ২০, ১৯৫০
C) জানুয়ারি ২৬, ১৯৫০
D) মে ২০, ১৯৪৮

6) ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে কোনো বিতর্ক থাকলে সে বিষয়ে কোন কর্তৃপক্ষ বিচারমূলক সিদ্ধান্ত নেন ?
A) সংসদ
B) সুপ্রীম কোর্ট
C) যেকোনো হাইকোর্ট
D) দিল্লি হাইকোর্ট

7) ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?
A) রাজেন্দ্রপ্রসাদ
B) ডঃ এস. রাধাকৃষ্ণাণ
C) এন. সাঞ্জীব রেড্ডি
D) মহাত্মা গান্ধি

8) The President of India is elected by / ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন
A) The elected members of the Lok Sabha, the Rajya Sabha and the State Assemblies/ লোকসভা, রাজ্যসভা এবং রাজ্য বিধানসভাগুলির নির্বাচিত সদস্যের দ্বারা
B) The elected members of the Lok Sabha and the Rajya Sabha/ লোকসভা এবং রাজ্যসভার নির্বাচিত সদস্যদের দ্বারা
C) The elected members of the Lok Sabha only/ কেবলমাত্র লোকসভার নির্বাচিত সদস্যদের দ্বারা
D) The elected members of the State Legislative Assemblies only/ কেবলমাত্র রাজ্য বিধানসভাগুলির নির্বাচিত সদস্যদের দ্বারা

9) ভারতের উপরাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি কত নং ধারায় উল্লেখ করা হয়েছে?
A) ৬৪ নং ধারায়
B) ৬৫ নং ধারায়
C) ৬৬ নং ধারায়
D) ৬৩ নং ধারায়

10) উপরাষ্ট্রপতিকে অপসারণ করার প্রস্তাব আনতে পারে___
A) লোকসভা এককভাবে
B) রাজ্যসভা এককভাবে
C) পার্লিয়ামেন্ট এককভাবে
D) রাষ্ট্রপতি এককভাবে

11) রাষ্ট্রপতিকে অপসারণ করার জন্য “ইম্পিচমেন্ট” পদ্ধতির কথা কত নম্বর ধারায় উল্লেখ করা হয়েছে?
A) ৫৯ নং ধারা
B) ৬১ নং ধারা
C) ৬৩ নং ধারা
D) ৬৫ নং ধারা

12) সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি প্রাণদন্ডে দন্ডিত ব্যক্তিকে ক্ষমা করতে পারেন?
A) ৬৬ নং ধারা
B) ৬৭ নং ধারা
C) ৭২ নং ধারা
D) ৭৬ নং ধারা

13) পদে থাকাকালীন কোন রাষ্ট্রপতি মারা গেলে, উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি রূপে কাজ চালাতে পারেন____
A) ৬ মাস
B) ৩ মাস
C) ১ বছর
D) কোনটিই সঠিক নয়

14) If the President of India has to resign, to whom should he submit his resignation / রাষ্ট্রপতি যদি পদত্যাগ করতে ইচ্ছুক হন, তাহলে তিনি কার কাছে পদত্যাগপত্র প্রেরণ করবেন?
A) Prime Minister/ প্রধানমন্ত্রী
B) Speaker/ স্পিকার
C) Chief Justice of supreme court/ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
D) Vice-President/ উপরাষ্ট্রপতি

15) উপরাষ্ট্রপতির পদচ্যূতির প্রস্তাব কোন কক্ষে উত্থাপিত হয়?
A) লোকসভায়
B) রাজ্যসভায়
C) বিধানসভায়
D) রাষ্ট্রপতিকে অপসারণ করা যায় না

16) প্রধানমন্ত্রী ইস্তফা দিলে বা তার তাঁর মৃত্যু হলে
A) ক্যাবিনেট অন্য্ নেতা বা নেত্রী বেঁছে নেন
B) নতুন করে সাধারণ নির্বাচন অনুষ্টিত হয়
C) মন্ত্রীসভা ভেঙে যায়
D) রাষ্ট্রপতি শাসন জারি হয়

17) Who was the first Muslim President of independent India? / ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি কে?
A) M. Hidayatullah/ এম হিদায়েতুল্লা
B) Zakir Hussain/ জাকির হোসেন
C) Maulana Abdul Kalam Azad/ মৌলানা আবুল কালাম আজাদ
D) P. M. Sayeed/ পি এম সঈদ

18) রাষ্ট্রপতির ভাষণ প্রস্তুত করেন –
A) রাষ্ট্রপতির বিশেষ সচিব
B) সংসদ বিষয়ক মন্ত্রী
C) রাষ্ট্রপতির পছন্দের কোনো ক্যাবিনেট মন্ত্রী
D) প্রধানমন্ত্রী ও তাঁর ক্যাবিনেট

19) উপরাষ্ট্রপতি কার্যনির্বাহী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন, যদি রাষ্ট্রপতি –
A) পদত্যাগ করেন
B) অসুস্থতার কারণে কার্যক্ষেত্রে অনুপস্থিত থাকেন
C) মারা যান
D) উপরোক্ত সবকটি ক্ষেত্রে

20) ভারতের প্রথম অ্যাক্টিং প্রধানমন্ত্রী কে ছিলেন?
A) চৌধুরী চরণ সিং
B) মোরারজি দেশাই
C) গুলজারিলাল নন্দ
D) সর্দার প্যাটেল